ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাকের ধাক্কায় সাংবাদিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৫:৩৫, ৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. মিজানুর রহমান (৩৩) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মিজানুর রহমান ‘প্রতিদিন খবর ডটকম’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক। রাজধানীর বাবুবাজারে তার অফিস। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার মো. চান মিয়ার ছেলে।

নিহতের পকেটে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। আর সেখান থেকেই তার পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই এবি বাবুল জানান, শুক্রবার রাতে মোটরসাইকেল করে ঢাকা-মাওয়া মহাসড়ক দিয়ে ঢাকায় ফেরার পথে রাজেন্দ্রপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন মিজানুর। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি