ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ট্রাম্পের প্রশাসনে প্রথমবারের মতো যুক্ত হলো দুই নারী

প্রকাশিত : ১১:২৮, ২৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:২৮, ২৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে প্রথমবারের মতো যুক্ত হলো দুই নারী নেতৃত্ব। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী দূত হিসেবে সাউথ ক্যারোলাইনার গর্ভনর ভারতীয় বংশোদ্ভুত নিক্কি হ্যালি ও শিক্ষামন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে মিশিগান অঙ্গরাজ্যের শিক্ষাকর্মী বেটসি ডেবোসকে। নির্বাচনী প্রচারণার সময় দু’জনই ট্রম্পের তীব্র বিরোধী ছিলেন। এদিকে টুইটার বার্তায়, নির্বাচনে দলীয় প্রতিদ্বন্দ্বী বেন কার্সনকে যুক্তরাষ্ট্রের হাউজিং এন্ড আরবান ডেভোলপমেন্টের দায়িত্ব দিতে চান বলে জানিয়েছেন ট্রাম্প। থ্যাংকস গিভিংয়ের ছুটির পর ট্রাম্প প্রশাসনে আরো অনেকের নাম যুক্ত হতে পারে ধারণা করা হচ্ছে। আগামী শুক্রবার মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি