ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ট্রাম্পের ভাষণ ছিঁড়ে ফেললেন স্পিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ৬ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

একাধিক নাটকীয় ঘটনার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন কংগ্রেসে তার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছেন।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প তার নীতিমালার সপক্ষে যুক্তি দিয়ে বলেন, তার প্রশাসন আমেরিকার সুনাম আবার ফিরিয়ে এনেছে।

কিন্তু এ ভাষণ দেয়ার সময় বেশ কয়েকটি নাটকীয় ঘটনা ঘটে।

ভাষণের আগে অধিবেশন কক্ষে ঢোকার পর স্পিকার ন্যান্সি পেলোসির সাথে হাত মেলাননি ট্রাম্প।

তার ভাষণ শেষ হবার পর প্রেসিডেন্টের পেছনে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যখন করতালি দিচ্ছেন, তখন তার ঠিক পাশে দাঁড়িয়ে স্পিকার ন্যান্সি পেলোসি সেই ভাষণের একটি কপি ছিঁড়ে ফেলেন।

সম্প্রতি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করা হয়েছে, যে জন্য অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসি।

এই অভিশংসনকে কেন্দ্র করে মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে গভীর বিভক্তি সৃষ্টি হয়েছে।

অবশ্য সেই অভিশংসনের পর রিপাবলিকান-নিয়ন্ত্রিত সেনেটে বিচার প্রক্রিয়ায় ট্রাম্প খালাস পেয়ে যাবেন - এটা প্রায় নিশ্চিত।

পেলোসি-ট্রাম্পকে স্বাগত জানানোর সময় সাধারণত যে আলংকারিক ভাষা ব্যবহার করা হয় - তা করেন নি। ভাষণের দু-এক জায়গায় তাকে মাথা নেড়ে বলতে দেখা যায় ‘এটা সত্য নয়’।

ডোনাল্ড ট্রাম্প তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখন চাঙ্গা হয়েছে, বিশেষ করে চীনের সঙ্গে বাণিজ্যিক সমতা তৈরি হওয়ায় কর্মসংস্থান বহুগুণ বেড়েছে এবং মানুষ আমেরিকাকে আবার সমীহ করছে।

তার ভাষণ শুনতে বেশ কিছু নারী ডেমোক্র্যাট সদস্য সাদা পোশাক পরে আসেন। কয়েকজন উদারপন্থী সদস্য ট্রাম্পের ভাষণে আসেননি।

রশিদা তালায়েব সহ কয়েকজন সদস্য ট্রাম্পের ভাষণের সময় ওয়াক আউট করেন।

সূত্র: বিবিসি

এমবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি