ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ট্রাস্ট ব্যাংকের এমডি হলেন হুমায়রা আজম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ১৩ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

বেসরকারি ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়রা আজম। সম্প্রতি ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তার নিয়োগ অনুমোদন করা হয়। এর মধ্য দিয়ে দেশের কোনো বেসরকারি ব্যাংকের প্রথম নারী এমডি হলেন তিনি।

এর আগে তিনি ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। হুমায়রা আজম প্রথম নারী এমডি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসির দায়িত্ব পালন করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক এই শিক্ষার্থী ১৯৯০ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদান করেন এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে। এরপর ১৯৯৬ সালে এইচএসবিসি ব্যাংকে, ২০০২ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, ২০০৯ সালে আইপিডিসির এমডি, ২০১২ সালে ব্যাংক এশিয়ার প্রধান ঝুঁকি পরিপালন কর্মকর্তা হিসেবে কাজ করেন।

২০১৮ সালের মার্চে ট্রাস্ট ব্যাংকে প্রধান ঝুঁকি পরিপালন কর্মকর্তা ও অতিরিক্ত এমডি হিসেবে যোগ দেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি