ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

ডাকসু নির্বাচন : রাতেও জমজমাট প্রচার (ভিডিও)

প্রকাশিত : ১১:৫১, ৭ মার্চ ২০১৯ | আপডেট: ১২:১৭, ৭ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণায় রাতেও জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে প্রচার চালাচ্ছেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। আবাসিক ছাত্রছাত্রীদের সমর্থন পাওয়ার পাশাপাশি তাদের সাথে সুসম্পর্ক গড়তেই চলছে প্রার্থীদের রাত্রিকালীন প্রচারণা। আর সঠিক প্রার্থীকে বেছে নেয়ার প্রচেষ্টায় সাধারণ শিক্ষার্থীরা।

বহু প্রতীক্ষার ডাকসু নির্বাচন, রাতের নীরবতা ছাপিয়ে ক্যাম্পাসজুড়ে ভোটের আওয়াজ।  

দিনের কর্মব্যস্ত প্রচারণা শেষে থেমে নেই প্রার্র্থীরা। প্রতিটি হলে আবাসিক ছাত্রছাত্রীদের সামনে ইশতেহার আর প্রতিশ্রুতির ডালি তুলে ধরছেন তারা।

হল সংসদ নির্বাচনের প্রচারণার সময় রাত ১২টা। নিয়ম মেনে তাই হলের কক্ষ-ক্যান্টিনে উৎসবমুখর ব্যস্ততা।

হলে হলে পড়ার টেবিল কিংবা চায়ের আড্ডায়, শিক্ষার্থীরা হিসাবই কষছেন, কাকে পাবেন তারা চাওয়া-পূরণের লড়াইয়ে।

আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু ও হল সংসদ নির্বাচন।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি