ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

ডিসিসিআইয়ের সভাপতি হলেন ওসামা তাসীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ২৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন তৈরি পোশাক খাতের সফল উদ্যোক্তা ওসামা তাসীর। একই সঙ্গে ২০১৯ বর্ষের জন্য জ্যেষ্ঠ সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী এবং ইমরান আহমেদ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।
গতকাল শনিবার ঢাকা চেম্বার মিলনায়তনে সংগঠনের ৫৭তম বার্ষিক সাধারণ সভায় তাকে সভাপতি ও সহ-সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। নতুন নির্বাচিত অন্য সদস্যরা হলেন আশরাফ আহমেদ, দ্বীন মোহাম্মদ, এনামুল হক পাটোয়ারী, মো. রাশেদুল করিম মুন্না এবং শামস্ মাহমুদ।
ওসামা তাসীর ১৯৯২ সাল থেকে বিশ্বের বড় বড় ব্র্যান্ড প্রতিষ্ঠানে ওভেন (প্যান্ট-শার্ট) পোশাক রপ্তানি করে আসছেন। তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। শতভাগ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ফোর উইংসের চেয়ারম্যান।

তিনি ২০১৪ সালে ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ২০০৭-০৮ মেয়াদে বিজিএমইএর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ২০০৯-১০ সালে ডাচ্-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
ডিসিসিআইর নবনির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী একজন সফল উদ্যোক্তা যিনি ইনভেস্টমেন্ট ব্যাংকিং, লিজিং ইনস্যুরেন্স এবং ট্রেডিং ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি