ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ১ম স্থান অর্জন করলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ৯ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৯:৪১, ৯ জানুয়ারি ২০২২

ঢাকা ওয়াসার বিল সংগ্রহকারী ৩৪টি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ বিল সংগ্রহ করে ২০২০-২১ অর্থ-বছরে ১ম স্থান অধিকার করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।ঢাকা ওয়াসার বিল সংগ্রহে এটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরপর ৩য় বারের মতো ১ম স্থান অর্জন। 

এ উপলক্ষে ৯ জানুয়ারি প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় আয়োজিত ঢাকা ওয়াসা বিল কালেকশন এ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এম.পি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীর নিকট পুরস্কারের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন। 

এসময় বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী-রুবাইয়াত-উল-ইসলাম, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান।

উল্লেখ্য, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে কোন শাখা-উপশাখায় ও মোবাইল এ্যাপস ‘এফএসআইবিএল ক্লাউড’- এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ঢাকা ওয়াসার বিল জমা দেয়া যায়।
কেআই//


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি