ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ঢাকা থেকে ভোলার কিছু রুটে চলে শুধু গোলাম কিবরিয়া টিপুর লঞ্চ

প্রকাশিত : ০৯:৩৬, ৩০ জুন ২০১৬ | আপডেট: ০৯:৩৬, ৩০ জুন ২০১৬

Ekushey Television Ltd.

হাতিয়া মনপুরা বোরহানউদ্দিন চরফ্যাশনসহ আরও কিছু রুটে শুধুই চলে গোলাম কিবরিয়া টিপুর লঞ্চ। আসা-যাওয়ার নেই নির্ধারিত সময়। গন্তব্যে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা প্রতীক্ষায় থাকতে হয় সাগরপারের মানুষকে। ঢাকা থেকে ভোলা। সেখান থেকে বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন-বাংলাবাজার, চরফ্যাশনের বেতুয়া, মনপুরার রামনেওয়াজ কিংবা নোয়াখালীর হাতিয়া পর্যন্ত প্রতিদিন চলাচল শত-শত যাত্রীর। কিন্তু বৃহত্তর এই এলাকার মানুষের যাতায়াতের  জন্যে রয়েছে একটি করে লঞ্চ। কোন ধরণের ঘোষণা ছাড়াই মাঝে-মধ্যে করা হয় যাত্রা বাতিল। বিপাকে পড়ে উপক’লের যাত্রীরা। এই লঞ্চের মালিকের বিরুদ্ধে সাগরপাড়ের মানুষের অভিযোগের শেষ নেই। এমনকি সেবার মান নিয়ে প্রশ্ন তুলবে এমন সাহসও দেখায় না কেউ। বিআইডব্লিউটিএ বলছে, একচেটিয়া ব্যবসার দিন শেষ হওয়া দরকার। ঈদের আগেই বিশাল এই এলাকার জন্য আরও কিছু লঞ্চ নামানোর দাবি ভূক্তভোগীদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি