ঢাকা পর্বে দেখা যাবে তামিম-মুস্তাফিজকে
প্রকাশিত : ১৩:১১, ১০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:১৬, ১১ নভেম্বর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হয়ে গেলেও এখনও মাঠে নামা হয়নি বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানের। ইনজুরির কারণে দুজনই আছেন ক্রিকেটের বাইরে। ইনজুরি কাটিয়ে দুই ক্রিকেটার কবে ফিরবেন- এমন প্রশ্ন ভক্তদের মনে।
তামিম ও মুস্তাফিজ ভক্তদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। বিপিএলের ঢাকা পর্বের শুরুর দিকেই মাঠে ফিরবেন এ দুই তারকা।
গত বুধবার রাজশাহী কিংসের অনুশীলনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন মুস্তাফিজ। এদিকে তামিমকে ঢাকা পর্বে দলে পাওয়ার কথা জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
এবারের বিপিএলে তামিম ইকবাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন ক্রিকেটার। তার ইনজুরির কারণে আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ নবীকে অধিনায়ক বানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এমআর