ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

ঢাকা স্কুল অব ইকোনোমিক্সে ভর্তি কার্যক্রম চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২১, ৮ সেপ্টেম্বর ২০১৯

উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং উদ্যোক্তা বিষয়ে হাতে-কলমে জ্ঞানার্জনে সুযোগ সৃষ্টি করেছে ঢাকা স্কুল অব ইকোনোমিক্স (ডিএসসিই)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত এই প্রতিষ্ঠানে উদ্যোক্তা অর্থনীতিতে তৃতীয় ব্যাচের ভর্তিকার্যক্রম শুরু হয়েছে।

মাস্টার অব ইকোনমিক্স(এন্টারপ্রেনিউরশিপ ইকনোমিক্স)শীর্ষক দেড়বছর মেয়াদী ওই কোর্সের ভর্তির জন্য ফরম বিতরণ শুরু হয়েছে ২৫ আগস্ট থেকে।ফরম সংগ্রহ করা যাবে ৯ অক্টোবর পর্যন্ত। 

ঢাকা স্কুল অব ইকনোমিক্স সূত্র জানায়, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স পাস করা শিক্ষার্থীর আবেদন করতে পারবেন।মগবাজারের ইস্কাটন গার্ডেন রোডে বাংলাদেশ অর্থনীতির সমিতির কার্যালয়ে ডিএসসিই ক্যাম্পাস থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ছাত্র/ছাত্রীদের ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। 
কেআই/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি