ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

ঢাবিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা আজ

প্রকাশিত : ০৯:১০, ৯ মার্চ ২০১৯

প্রতিষ্ঠার শতবর্ষের দ্বারপ্রান্তে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে আজ শনিবার ক্যাম্পাসে বসবে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা। এর আয়োজক ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। নানা আয়োজনে সকাল থেকে দিনভর উৎসবে মেতে উঠবে ক্যাম্পাস।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন জানিয়েছে, মিলন মেলায় অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে থাকবে মিলন মেলার মূল আয়োজন। দিনব্যাপী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য নিয়ে প্রামাণ্যচিত্র দেখানো হবে। চলবে চিত্রকর্ম প্রদর্শনী। থাকবে স্মৃতিচারণ ও আড্ডা। সকাল ৮টা থেকে অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, রাজনীতিক, সাংবাদিক, শিল্পী, শিল্পপতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা দেশের বিশিষ্টজন।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি