ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

তাজিকিস্তানে হিমবাহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২৩

মধ্য এশিয়ার পার্বত্যঘেরা ছোট্ট দেশ তাজিকিস্তানে হিমবাহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে।

জরুরি সেবার এক বিবৃতিতে বলা হয়েছে, ফেব্রুয়ারি ১৫ থেকে ১৯ পযর্ন্ত সাতবার ভূমিধস ও ছয়বার পাথরধস রেকর্ড করা হয়েছে। এতে ১৯ জন মারা গেছে।

সাবেক সোভিয়েতভুক্ত দরিদ্র তাজিকিস্তিন প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি দেশ। মৃত সকলেরই বাস ছিল আপার বাদাখশানে যেটি চীন, আফগানিস্তান ও কিরগিজস্তান সীমান্ত সংলগ্ন ও পামির পর্বত বেষ্টিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।

এদিকে এ প্রাণহানিতে তিন দশক ধরে দেশটির ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইমামালি রহমনের কাছে সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোসহ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শোকবার্তা পাঠিয়েছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি