ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

তালেবানদের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে যা বললেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ১০ সেপ্টেম্বর ২০১৯

সশস্ত্র সংগঠন তালেবানের সঙ্গে কথিত শান্তিচুক্তি আলোচনার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। পাশাপাশি শীঘ্রই আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।

সোমবার (৯ সেপ্টেচম্বর) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা। দেড় যুগেরও বেশি সময় ধরে চলা আফগান যুদ্ধের অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়। শান্তিচুক্তির একটি খসড়াও হয়েছিল, যেখানে ট্রাম্প স্বাক্ষরও করেছিলেন। কিন্তু চলতি সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানদের হামলায় এক মার্কিন সৈন্য নিহত হওয়ার ঘটনায় কথিত এ শান্তিচুক্তি থেকে সরে আসেন ট্রাম্প। 

২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো আফগানিস্তানে হামলা চালিয়ে তালেবান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে। তখন থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে যাচ্ছে গোষ্ঠীটি।

দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বছরের জুন থেকে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেন তালেবান কর্মকর্তারা। গত সপ্তাহে এরই পরিপ্রেক্ষিতে একটি শান্তিচুক্তিতে একমত হয় দুই পক্ষ। 

কিন্তু, চলতি সপ্তাহে কাবুলে তালেবানদের হামলায় মার্কিন সৈন্য নিহত হলে, তাদের সঙ্গে সবধরনের আলোচনায় বসতে অস্বীকৃতি জানায় মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে ট্রাম্প ও তালেবানের মধ্যে এখন পাল্টাপাল্টি অভিযোগ চলছে। 
এমন অবস্থায় সোমবার হোয়াইট হাউজে ট্রাম্প তালেবানের সঙ্গে শান্তিচুক্তি আলোচনার ব্যাপারে বলেন, সেগুলোর মৃত্যু হয়েছে, আমি যতদূর জানি সেগুলোর মৃত্যু হয়েছে। 

তবে ট্রাম্পের এমন ঘোষণায় তালেবানের পক্ষ থেকে উল্টো হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এতে করে যুক্তরাষ্ট্রই বেশি ক্ষতিগ্রস্ত হবে। 

ট্রাম্প দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন, আফগানিস্তানে যতদিন না শান্তি ফিরে আসবে, ততদিন তিনি তাদের হয়ে যুদ্ধ চালিয়ে যাবেন। কিন্তু সোমবার তিনি বলেন, আফগান সরকাররের নিজের নিরাপত্তার দায়িত্ব নেয়ার সময় এসেছে। 

এমন সময় তিনি একথা বললেন, যখন জঙ্গিগোষ্ঠী তালেবানদের সঙ্গে তার শান্তিচুক্তি আলোচনা ভেস্তে গেছে। 

সূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস 

আই/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি