তিন দেশ মিলে আসছে নতুন টেলিভিশন
প্রকাশিত : ২০:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০১৯

বিশ্বজুড়ে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার রোধে তুরস্ক, পাকিস্তান মালয়েশিয়া মিলে একটি নতুন টেলিভিশন চ্যানেল করার পরিকল্পনা গ্রহণ করেছে।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের ফাঁকে ত্রিপক্ষীয় এক বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকে তুরুস্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইয়েপ এরদোগান,পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার মালয়েশিয়ার মাহাথির মোহামাদ উপস্থিত ছিলেন।
পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে এইসব কথা জানিয়েছেন। টুইটে উল্লেখ করা হয়েছে, তিন দেশের যৌথ উদ্যোগেই গড়ে তোলা হবে নতুন টেলিভিশন।
যা ভাষা হবে ইংরেজী। যা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গড়ে ওঠা ইসলাম ফোবিয়াসহ বিভিন্ন অপপ্রচার রোধে ভুমিকা রাখবে এবং মুসলিদের ইতিহাস ঐতিহ্য প্রচারে বড় ভূমিকা পালন করবে চ্যানেলটি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরেক টুইটার পোস্টে লিখেছন, ভুল তথ্যে কারণে যেসব লোক মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে সেগুলো শুধরে দিতে হবে। ধর্ম অবমাননার বিষয়টি সঠিকভাবে তুলে ধরতে হবে। মুসলিম ইতিহাসের ওপর ভিত্তি করে সিরিজ ও সিনেমা তৈরি করে লোকদের সঠিক ইতিহাস জানাতে হবে। মিডিয়ায় মুসলিমদের মিডিয়ায় যথাযথ উপস্থিতি থাকতে হবে।
বৈঠকে এছাড়াও পাকিস্তান, তুরস্ক ও মালয়েশিয়া আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন