ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

তুরস্কের সামরিক ঘাঁটিতে হামলা, ২ সেনা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ২৯ নভেম্বর ২০১৯

সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে মর্টারের গোলার আঘাতে দুই তুর্কি সেনা নিহত হয়েছেন। খবর পার্সটুডে’র।

বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। বলেছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফা প্রদেশের আকাকালে শহরের সীমান্তে এসব সেনা মর্টার হামলার শিকার হয়।

হামলার পর তুরস্কের গোলন্দাজ বাহিনী তার জবাব দেয় এবং ওই অঞ্চলে সামরিক অভিযান চলছে।

যে শহরে হামলা হয়েছে, সেটি সিরিয়ার সীমান্তবর্তী তাল-আবিয়াদ শহরের কাছে অবস্থিত। তুরস্কের ওয়াইপিজি কুর্দি গেরিলাদের কাছ থেকে শহরটির সম্প্রতি তুর্কি সেনা ও সিরিয়ার গেরিলা মিত্ররা দখল করে নেয়।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল জুড়ে গত ৯ অক্টোবর তুরস্কের সেনারা কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। সিরিয়ার সরকার এ অভিযানের চরম বিরোধিতা করে এবং এক পর্যায়ে রাশিয়ার মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি করে তুরস্ক। ওই চুক্তির আওতায় সিরিয়া সীমান্ত থেকে ৩২ কিলোমিটার ভেতরে আসার প্রতিশ্রুতি দেয় কুর্দি গেরিলারা।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি