ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

দুই টেস্টে বিশ্রামে সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ১১ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বিশ্রাম পেয়েছেন সাকিব আল হাসান। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান এই তথ্য জানিয়ে বলেছেন, চাইলে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন সাকিব।


২০০৮ সালে বাংলাদেশের সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুই বিভাগেই বাংলাদেশের সেরা ছিলেন সাকিব। ১১ উইকেট নিয়েছিলেন। সঙ্গে করেছিলেন ১১৮ রান।


আগামী ৬ মাসের জন্য টেস্ট ক্রিকেট থেকে বিশ্রাম চেয়ে এর আগে বিসিবির কাছে আবেদন করেন সাকিব। এই সময়ে খেলতে চান শুধু রঙিন পোশাকে।


এ বছর ক্যারিয়ারের সেরা সময় সাকিব কাটাচ্ছেন টেস্ট ক্রিকেটে। ৭ টেস্টে ব্যাট হতে করেছেন ৬৬৫ রান, তার এক পঞ্জিকাবর্ষে তার সবচেয়ে বেশি। উইকেট নিয়েছেন ২৯টি। আর আগামী ৬ মাসে বাংলাদেশ টেস্ট খেলবে মাত্র চারটি। সাকিবের বিশ্রামের আবেদন তাই অনেকটা চমক হয়ে আসে।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি