ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

দেদার সুপার শপকে বিএসটিআই’র জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ১৯ সেপ্টেম্বর ২০২১

‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে’ ৪০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

আজ রবিবার ঢাকা মহানগরীর গুলশান এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স দেদার সুপার শপ প্রতিষ্ঠানটির দেদার সুপার শপ পোলাও চাল, চিনি, ছোলা বুট, ব্রেড পিট, গমের পাউরুটি, ইউছুফ কনফেকশনারী সুইট বিস্কুট, রেলিস রাস্ক টোস্ট পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আমিমুল এহসান এর নেতৃত্বে সহকারী পরিচালক মোঃ রাকিবুল আলম, পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি