ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

দেশের উন্নয়ন হলেও এখনো দুর্নীতিমুক্ত সেবা মিলছে না: দুদক চেয়ারম্যান

প্রকাশিত : ১৫:৩৪, ৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:১২, ৯ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দেশের উন্নয়ন হলেও এখনো দুর্নীতিমুক্ত সেবা মিলছে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় তিনি আরো বলেন, ২০১৭ সাল থেকে কমিশনে কর্মরত সবার সম্পদের হিসাব নেয়া হবে। আর দুর্নীতি ও অর্থ পাচার রোধে সবাইকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধনের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। উদ্বোধন করেন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। পরে দিবসটি উপলক্ষে জাতীয় শিল্পকলা একাডেমিতে আলোচনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির দুর্নীতি ধারণা সূচক পদ্ধতি সঠিক নয় বলে দাবি করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। অর্থপাচার রোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নজরদারি বাড়ানোরও তাগিদ দেন তিনি। তবে, দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, টিআইবির সূচক নিয়ে প্রশ্ন থাকলেও বিশ্বব্যাংকসহ অন্যান্য সংস্থার জরিপে দুর্নীতি দমনে খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ। দুর্নীতি দমনে সব প্রতিষ্ঠানকে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি