ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

দেশের বিভিন্ন জায়গায় জমজমাট ঈদ বাজার

প্রকাশিত : ০৯:৪৭, ২৬ জুন ২০১৬ | আপডেট: ০৯:৪৭, ২৬ জুন ২০১৬

Ekushey Television Ltd.

দেশের বিভিন্ন জায়গায় এখন জমজমাট ঈদ বাজার। নিজের এবং স্বজনদের জন্যে পছন্দের পোশাকটি বেছে নিতে ক্রেতারা ছুটছেন বিপণীবিতানগুলোতে। সাধ ও সাধ্যের মিল রেখেই পোশাক কিনছেন তারা। বাজারে এসেছে বাহারী নাম ও ডিজাইনের পোশাক। গত বছরের তুলনায় এবার বেচাবিক্রি ভালও হওয়ায় খুশি বিক্রেতারা। ঝিনাইদহ শহরের প্রতিটি শপিংমলে উপচে পড়া ভীড়। এবারেও ঈদ বাজোরে এসেছে ভারতীয় সিরিয়াল আর অভিনেত্রীদের নামে নানা নক্সার পোশাক। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারাও পণ্যের পসরা সাজিয়েছেন। ভারতীয় পোশাকের দাপটে মেহেরপুরের ঈদ বাজারে কদর কমেছে দেশী পোশাকের। বাজার দখল করেছে সারারা, ব্যাং ব্যাং টু, সুলতান, দিলওয়ালে নামের পোশাক। এসব পোশাক কিনতে গুনতে হচ্ছে দুই থেকে ১৫ হাজার টাকা। দাম নিয়ে বিত্তবানদের তেম কোন অভিযোগ নেই। তবে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত্ব আর নিম্ন আয়ের মানুষদের। বেচাবিক্রি ভাল জানালেন বিক্রেতারা। এদিকে পাবনা শহরের সবক’টি বিপণীবিতানেই গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। সব বয়সী ক্রেতাদের পদচারণায় মুখর মার্কেটগুলো। ভারতীয় পোশাকের পাশাপাশি বেড়েছে দেশি সূতি পোশাকের চাহিদা। বেচাবিক্রি ভাল হওয়ায় খুশি বিক্রেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি