দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
প্রকাশিত : ১৯:২৬, ২১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২৬, ২১ ফেব্রুয়ারি ২০১৭
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
চট্টগ্রামে বর্ণমালা খচিত ব্যানার, ফেস্টুন আর ফুল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের আত্মদানকে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এসময় সর্বস্তরে বাংলাভাষা প্রচলনের দাবি জানান তারা।
সিলেটে সকাল থেকেই প্রভাতফেরীতে ঢল নামে । বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিনভর কানায় কানায় পুর্ণ ছিলো রংপুর শহীদ মিনার এলাকা। পাবলিক লাইব্রেরী মাঠে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
নবনির্মিত শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছে লক্ষ্মীপুরের ১নম্বর শাকচর জব্বার মাষ্টার হাট ইউনিয়নের মানুষ।
ভাষা সৈনিক আব্দুল মতিনের জন্মস্থান সিরাজগঞ্জের এনায়েতপুরে একুশে টেলিভিশনের একুশে ফোরামের উদ্যোগে নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।
মৌলভীবাজার, সুনামগঞ্জ, রাজবাড়ী, বাগেরহাট, পাবনা ও নাটোরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ নিবেদন করেছে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন ।
এ উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলায় একুশের বইমেলার আয়োজন করা হয়।কেরানীগঞ্জে আলোকচিত্র প্রদর্শনীতে ভাষা আন্দোলনসহ বাংলাদশের ইতিহাস তুলে ধরা হয়।
আরও পড়ুন