ঢাকা, সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫

দৈনিক আমাদের সময়ের সম্পাদকের দায়িত্ব নিলেন মো. শাখাওয়াত হোসেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৫৬, ১৫ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

দৈনিক আমাদের সময়-এর নতুন সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাংবাদিক, কলামিস্ট ও খ্যাতিমান করপোরেট ব্যক্তিত্ব মো. শাখাওয়াত হোসেন। তিনি সাবেক সম্পাদক আবু সাঈদ খান-এর স্থলাভিষিক্ত হন। 

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত দৈনিকটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় প্রকাশক ড. খোন্দকার শওকত হোসেনসহ প্রতিষ্ঠানের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে স্বাগত জানান।

দায়িত্ব গ্রহণকালে মো. শাখাওয়াত হোসেন বলেন, দৈনিক আমাদের সময়-এর গৌরব ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রেখে পত্রিকাটিকে আরও আধুনিক, পাঠকনন্দিত ও নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মীদের কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দীর্ঘ সাংবাদিকতা ও করপোরেট অভিজ্ঞতাসম্পন্ন শাখাওয়াত হোসেন ট্যুরিজম ও হসপিটালিটি খাতে একজন স্বীকৃত নেতৃত্ব। তিনি বর্তমানে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। সম্প্রতি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবেও নির্বাচিত হয়েছেন।

এছাড়া তিনি শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি গবেষণা করছেন।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি