ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

নবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩১, ২৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) উদ্যোগে বৃহত্তর ঢাকা জেলা সেচ প্রকল্পের নয়নশ্রী ইউনিয়নের তাশুল্লা পুনঃখনন খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন বিএডিসির প্রধান প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মেহাম্মদ জাফর উল্লাহ। 

এতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফলদ বৃক্ষরোপণে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে অন্য দিকে এলাকাবাসীর পুষ্টি চাহিদা পূরণ হবে। 

এ সময় প্রধান অতিথির কাছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কৃষকরা খননকৃত খালের উপর একটি ফুটব্রিজের দাবি জানালে প্রধান প্রকৌশলী কৃষকের জমির ফসল ও কৃষিযন্ত্র পারাপারের সুবিধার্থে খালের উপর একটি ফুটব্রিজ নির্মাণের জন্য প্রকল্প পরিচালককে নির্দেশনা প্রদান করেন। 

এ সময় বিভিন্ন ফলদ জাতের ৪০০ গাছের চারা রোপণ করা হয়।
 
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএডিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পূর্বাঞ্চল) স্বপন কুমার হালদার, প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মনিরা জাহান, সহকারি প্রকৌশলী রাকিব আল হাসান, কলাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, নয়নশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলাশ চৌধুরী, ঠিকাদার মো. পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি