ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

নরসিংদীতে মোটরসাইকেল খাদে পড়ে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:৩৮, ৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নরসিংদীর সদর উপজেলায় মোটর সাইকেল খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার সীমান্তবর্তী মেঘনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বঙ্গাচরের পুরানচর এলাকার ইউপি সদস্য এমদাদ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫), ঘোড়াশালের উত্তর গ্রামের অশোক দত্ত (২৫) ও ঘোড়াশালের উত্তর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোহেল (২৪)।

পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জের গোপালদীতে এস ডি স্যাটেলাইটে কাজ শেষে রাতে ৩ ব্যক্তি মটরসাইকেলে করে নরসিংদীর ঘোড়াশালে আসছিলেন। পথে ঘন কুয়াশার কারণে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও নরসিংদীর সীমান্তবর্তী মেঘনা বাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি দেয়ালে ধাক্কা খেয়ে মটোরসাইকেলটি দুমড়েমুড়চে যায় এবং এর আরোহীরা পার্শ্ববর্তী কলাখেতে গিয়ে পড়েন।এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গ্রামবাসী তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি