ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

না ফেরার দেশে রাবি অধ্যাপক জাহাঙ্গীর আলম

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৫:১১, ২১ মার্চ ২০২১

রাবি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম

রাবি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম আর নেই। আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

এর আগে গত তিন দিন যাবৎ ফুসফুসের অসুস্থতায় তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
 
আজ বাদ মাগরিব রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে তাঁকে বিশ্ববিদ্যালয় গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

অধ্যাপক ড. জাহাঙ্গীর ১৯৭৭ সালে পাবনার ঈশ্বরদীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে  ফলিত রসায়নে বিএসসি ও এমএসসি ডিগ্রি এবং জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান দেন এবং ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি প্রায় ১০টি মাস্টার্স পর্যায়ের থিসিস এবং কয়েকটি পিএইচডি থিসিস তত্ত্বাবধান করেন। তাঁর উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাপত্র দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে।

অধ্যাপক জাহাঙ্গীর আলমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। তিনি ড. জাহাঙ্গীরের অধ্যাপনার ক্ষেত্র কৃষিতত্ত্ব ও কৃষি সম্প্রসারণ বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, মৃত্যু অমোঘ ও আবশ্যম্ভাবী হলেও এই কৃতি শিক্ষকের মৃত্যু রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশে কৃষি শিক্ষার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। 

এসময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি