ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

পানির ট্যাঙ্কিতে মিলল যুবকের লাশ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৭, ২১ মার্চ ২০২১ | আপডেট: ১৩:৫৮, ২১ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

মেহেরপুর শহরের বেড়পাড়া থেকে রাকিব (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশি বকুল হোসেনের বাড়ির ছাদে থাকা পানির ট্যাঙ্কি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ বলছে, মাদকাসক্ত ছিলো রাকিব। সে বেড়পাড়ার আরমানের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে আরমানের প্রতিবেশি বকুলের বাড়ির পানির ট্যাঙ্কিতে একটি লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। 

ট্যাঙ্কি খোলা অবস্থায় থাকায় রাকিবের লাশ ট্যাঙ্কির ভেতরে দেখতে পায় পুলিশ। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে লাশটি উদ্ধার করে। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, সে একজন মাদকাসক্ত। ময়নাতদন্তের পর বলা যাবে তাকে হত্যা করা হয়েছে, নাকি সে নিজে ট্যাঙ্কির ভিতরে প্রবেশ করেছে। তবে ট্যাঙ্কির পাশ থেকে তার পরনের পোশাক উদ্ধার করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি