ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

নাটোরে করোনা উপসর্গ নিয়ে ভ্যানচালকের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:০০, ২০ এপ্রিল ২০২০ | আপডেট: ১১:০৯, ২০ এপ্রিল ২০২০

মৃতের শরীরের নমুন সংগ্রহ করতে যায় মেডিকেল টিম- একুশে টেলিভিশন

মৃতের শরীরের নমুন সংগ্রহ করতে যায় মেডিকেল টিম- একুশে টেলিভিশন

নাটোরের বাগাতিপাড়ায় করোনার উপসর্গ নিয়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার নওশেরা গ্রামের নিজ বাড়ি তিনি মারা যান। তিনি বেশ কিছু দিন ধরে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন। তার মৃত্যুর পর ঐ বাড়িসহ আশেরপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। 

মৃত সুকুমার দাসের (৩৫) শরীরের নমুন সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 
  
স্থানীয় পুলিশ জানায়, ঐ ভ্যান চালক মারা যাওয়ার পর মসজিদের মাইকে প্রতিবেশীদেরকে মৃত ব্যক্তির বাড়িতে না যাওয়ার অনুরোধ করা হয়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম নমুনা সংগ্রহের জন্য সোমবার সকালে ঐ গ্রামে যায়। 

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পাল জানান, মৃতের শরীরের নমুনার পরীক্ষার ফলাফল না  আসা পর্যন্ত ঐ গ্রামের কয়েকটি বাড়ি লকডাউন থাকবে। স্বাস্থ্য বিধি মেনে মৃতের সৎকার করা হবে। 

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি