ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

‘নারীনেত্র’ নামে ব্যাগ তৈরীর কারখানা নিয়ে সফল লিপি

প্রকাশিত : ১১:৫২, ৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪৬, ৯ ডিসেম্বর ২০১৬

সফলতা একদিনে আসেনা, এজন্য প্রয়োজন দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাস। এই মূলমন্ত্রে দারিদ্রকে জয় করেছেন নেত্রকোণার লিপি। ব্যাগ তৈরীর কারখানা আজ তাকে দিয়েছে সফলতা। নিজের ভাগ্য আর সমাজ পরিবর্তনের ইচ্ছা নিয়ে দিন-রাত নিজের কারাখানায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। চান অবহেলিত নারীদের প্রতিষ্ঠিত করতে। নেত্রকোনার অনন্তপুর গ্রামের মেয়ে কামরুন্নাহার লিপি। বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই যৌতুকের দায়ে শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হন। টানাপোড়েনের এক পর্যায়ে স্বামীর সাথে সম্পর্কের ইতি টানতে বাধ্য হন লিপি। কারো বোঝা না হয়ে হাতে তুলে নেন সেলাই মেশিন। ২০০৯ সালে নিজ বাড়িতে গড়ে তোলেন ‘নারীনেত্র’ নামে ব্যাগ তৈরীর একটি কারখানা। প্রথমদিকে কারখানায় শুধু ব্যাগ তৈরি হলেও বর্তমানে সেখানে তৈরি হচ্ছে শার্ট-প্যান্টসহ নানা পণ্য। আর সেসব পণ্য দেশের গন্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। সেলাই মেশিন হাতে নিয়ে কেবল লিপিই স্বাবলম্বী হননি, আত্মনির্ভরশীল করেছেন গ্রামের অসংখ্য নারী-পুরুষকে। লিপির গড়ে তোলা এই কারখানায় কর্মসংস্থান হয়েছে অবহেলিত প্রায় ২শ’ নারীর। সমাজ পরিবর্তনে লিপির মতো দেশের সকল নারীরা এগিয়ে এলে নারী-পুরুষের বৈষম্য দূর হবে বলে মনে করেন এই নারী নেত্রী। লিপির স্বপ্ন সমাজের অবহেলিত নারীরা অন্যের বোঝা না হয়ে যেনো তার পথেই চলে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি