ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নাসিরনগরে অনেকটাই কেটে গেছে আতংক

প্রকাশিত : ১২:৫৬, ২২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:৫৮, ২২ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সতানত ধর্মলম্বীদের উপর হামলার ২২দিন পর অনেকটাই কেটে গেছে আতংক আর  থমথমে পরিস্থিতি। ঘরবাড়ি ও মন্দির মেরামত করছে ক্ষতিগ্রস্থরা। প্রশাসন ও ব্যক্তিগত সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে হিন্দু পরিবারগুলো। বিভিন্ন পয়েন্টে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। নাসিরনগরের সার্বিক পরিস্থিতি শান্ত হওয়ায় ঘরবড়ি মেরামত করছেন ক্ষতিগ্রস্থরা। তাদের সহযোগিতা করছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই। স্থানীয়রা জানান, সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখতে একে অপরের বাড়িতে যাচ্ছেন। আবারো জমজমাট চায়ের দোকানগুলো। প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে উঠান বৈঠক। সার্বিক নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হযেছে ৫০টি সিসি ক্যামেরা ।বসানো হয়েছে জেলা পুলিশের উদ্যেগে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আরো সহায়তা দেয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। গেলো ৩০ অক্টোবর থেকে ৮ দফায় হিন্দু পল্লীতে হামলা ও ভাংচুরে আতংক সৃষ্টি হয়। বাসিন্দরা জানিয়েছেন, গুটিকয়েক দূর্বৃত্তের কারনে নষ্ট হতে পারে না সম্প্রীতির বন্ধন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি