ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

নিউজিল্যান্ডে কোয়ারেন্টিনের দায়িত্ব দেয়া হল সেনাবাহিনীকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ১৮ জুন ২০২০ | আপডেট: ১৮:১০, ১৮ জুন ২০২০

প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডের্ন

প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডের্ন

সম্প্রতি নিজেদের ‘করোনা-মুক্ত’ হিসেবে ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। কিন্তু সপ্তাহ ঘোরার আগেই গতকাল নতুন করে দু’জন সংক্রমিত হয়েছেন। যা নিয়ে আজ নিজের প্রশাসনকেই দুষলেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডের্ন। প্রশাসনের উপর ক্ষুব্ধ হয়ে এবার কোয়ারেন্টিন ব্যবস্থা তদারকির দায়িত্ব দিলেন সেনাদের উপর।

প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডের্ন বলেন, ‘‘বোঝাই যাচ্ছে, ভুলটা আমাদের। এটা মেনে নেওয়া যায় না। আগামী দিনে যাতে এমনটা না-ঘটে, তা নিশ্চিত করতেই হবে।’’

জানা যায়, সম্প্রতি ব্রিটেন থেকে অস্ট্রেলিয়া হয়ে নিউজিল্যান্ডে আসে দুই মহিলা। মৃত্যুপথযাত্রী আত্মীয়কে দেখতে অকল্যান্ডের আইসোলেশন হোটেল ছেড়ে তাঁদের নিজেদের গাড়িতে ওয়েলিংটনের বাড়ি যেতে দেওয়া হয়েছিল মানবিকতার খাতিরেই। এরপরই তাদের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। 

সরাসরি সেই সিদ্ধান্তকে না দুষলেও প্রশাসনের উপর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী যে ক্ষুদ্ধ তা প্রকাশ পেয়েছে তার কথায়। আজ জাসিন্ডা আরডের্ন বলেন, ‘কোয়ারেন্টিন পদ্ধতি যথাযথভাবে মানা হচ্ছে কি না, এবার থেকে তা দেখবে সেনাবাহিনী।’

আরডের্ন আরও বলেন, ‘‘গোড়া থেকে সীমান্তে কড়া নজরদারি চালিয়েই সাফল্য পেয়েছি। সেই কারণেই বিদেশ থেকে যারা ফিরছেন, তাদের সরকারি বন্দোবস্ত মানতেই হবে।’’

এএইচ/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি