ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

নিজ কার্যালয়ে ফিরলেন ডাকসু ভিপি নুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৮, ১৫ জানুয়ারি ২০২০

তালা খুলে ডাকসু ভবনের নিজ কক্ষে প্রবেশ করছেন ভিপি নুর- সংগৃহীত

তালা খুলে ডাকসু ভবনের নিজ কক্ষে প্রবেশ করছেন ভিপি নুর- সংগৃহীত

Ekushey Television Ltd.

দীর্ঘ ২৪ দিন পর নিজ কার্যালয়ে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’র (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। গেল বছরের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে হামলায় তিনি ও তার সহযোগীরা আহত হওয়ার পর থেকে তদন্তের কথা বলে ভিপির কক্ষ সিলগালা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ডাকসুর কর্মকর্তা আবুল কালাম ভিপির তালাবদ্ধ কক্ষটি খুলে দেন। পরে নিজ কার্যালয়ে প্রবেশ করেন নুর। এ সময় তার সঙ্গে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ সংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় নুর বলেন, ‘তদন্তের জন্য দীর্ঘ ২৪ দিন ধরে কক্ষ তালাবদ্ধ রাখার কোনও যৌক্তিকতা ছিল না। তদন্ত কমিটি বেশি হলে এক সপ্তাহ কক্ষটি তালাবদ্ধ করে রাখতে পারতো। সেদিন আমরা যে বর্বরতার শিকার হয়েছিলাম তার চিহ্ন এই কক্ষ এখনও বয়ে বেড়াচ্ছে।’

উল্লেখ্য, এর আগে গত ২২ ডিসেম্বর অফিস কক্ষে হামলা করে ভিপি নুরসহ ২৪ জনকে আহত করা হয়। অভিযোগ রয়েছে, মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ এ হামলা করে। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি