নিজেদের দুর্দশার কথা জানিয়েছেন রোহিঙ্গা শরণার্থীরা, দেশে ফিরে যেতে চান বলেও জানান
প্রকাশিত : ১৮:২০, ২১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২০, ২১ ফেব্রুয়ারি ২০১৭
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূতের কাছে নিজেদের দুর্দশার কথা জানিয়েছেন রোহিঙ্গা শরণার্থীরা। সেসময় তারা নিজেদের দেশে ফিরে যেতে চান বলেও জানান।
মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং ঘি লি। তিনি উপজেলার বালুখালী অনিবন্ধিত ক্যাম্পে যান এবং নতুন করে আসা রোহিঙ্গাদের সাথে আলাপ করেন। সেসময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, কক্সবাজার জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোমবার ৪ দিনের সফরে বাংলাদেশ আসেন ইয়াং ঘি লি। এর আগে ১২ দিন মিয়ানমার সফর করেছেন তিনি। সেখানেও তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে রোহিঙ্গাদের বিষয়ে কথা বলেন।
আরও পড়ুন