ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

নেপালে বিমান বিধ্বস্ত: বিরল ঘটনার জন্ম দিল এই দুর্ঘটনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ১৬ জানুয়ারি ২০২৩

নেপালের পোখরা বিমানবন্দরে ৭২ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়ে সকলেই নিহত হয়েছেন। রোববার (১৫ জানুয়ারি) রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল ইয়েতি নামের এয়ারলাইন্সের বিমানটি, যা অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ বিমানে দুইজন পাইলটের মৃত্যু হয়েছে। তাদের একজন নারী, নাম অঞ্জু খাতিওয়াদা। যিনি মাত্র কয়েক সেকেন্ড পরেই পূরণ করতে যাচ্ছিলেন তার স্বপ্ন। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শুধু দুর্ঘটনা নয়, এ এক বিরল ঘটনা!

বিমানটির কো-পাইলট অঞ্জু এই ফ্লাইটটি শেষ করলেই পাইলট পদে উন্নীত হতেন। কিন্তু সেই লক্ষ্য তার অধরাই থেকে গেল। বহু যাত্রীর সঙ্গে প্রাণ হারালেন তিনিও। এখানেই শেষ নয়, অঞ্জুর স্বামী দীপক পোখারেল ২০০৬ সালের ১২ জুনে অন্য একটি বিমান দুর্ঘটনায় মারা যান। তিনিও কো-পাইলট ছিলেন। ওই বিমানটিও ইয়েতি এয়ারলাইন্সের। এটি জুমলা বিমানবন্দরে বিধ্বস্ত হয়।

সেসময় দীপকসহ ১০ জন আরোহী প্রাণ হারান। স্বামীর মৃত্যুর পর অঞ্জু পাইলট হওয়ার সিদ্ধান্ত নেন। স্বামীর মৃত্যুর পর নিজে এ স্বপ্ন পূরণ করার সিদ্ধান্ত নেন। অঞ্জু তখন পাইলট হওয়ার জন্য পড়াশোনা শুরু করেন। পড়াশোনা করতে যুক্তরাষ্ট্রে চলে যান। স্বামীর মৃত্যুর চার বছর পর তার পড়াশোনা শেষ হয়। 

এরপর কাজে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে নেপালে ফিরে আসেন। অঞ্জু নেপালে ফিরে এটিআর মডেলের উড়োজাহাজ উড়িয়ে তার কর্মজীবন শুরু করেন। রোববার ওই এটিআর মডেলের একটি বিমান বিধ্বস্ত হলে তাকে প্রাণ হারাতে হয়। 

অঞ্জুর স্বামী দীপক সামরিক হেলিকপ্টার চালাতেন। কিন্তু পরে তিনি ইয়েতি এয়ারলাইন্সে পাইলট হিসেবে যোগ দেন। 

স্থানীয় সংবাদ মাধ্যম লোকান্তরকে অঞ্জুর একজন আত্মীয় জানান, পৃথক বিমান দুর্ঘটনায় পাইলট স্বামী-স্ত্রীর প্রাণ হারানোর ঘটনা বিরল। নেপালের বিরাটনগরে স্কুলে যায় অঞ্জু। এরপর উচ্চশিক্ষার জন্য ভারতে যান। 

এর মধ্যে দীপকের সঙ্গে বিয়ে হয় অঞ্জুর। তাদের একটি ২২ বছরের মেয়ে রয়েছে। দীপকের মৃত্যুর পর, তিনি সুভাষ কেসি নামে কাঠমান্ডুর এক ব্যবসায়ীকে বিয়ে করেন। অঞ্জু ও সুভাষের সাত বছরের একটি ছেলে রয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি