ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

নোবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২১:৪৫, ১৪ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২০ পালন করা হয়। সোমবার (১৪ ডিসেম্বর) এ উপলক্ষে সকালে 'দেশের সূর্য সন্তানদের পবিত্র স্মৃতিতে সশ্রদ্ধ সালাম' জানাতে নোবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। 

এ সময় অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, দপ্তরসমূহের পরিচালকবৃন্দ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ মিনার প্রাঙ্গনে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা  মৌসুমির সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।   

অন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন। 

এরপর শিক্ষক সমিতি শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে নোবিপ্রবি'র স্বাধীনতা শিক্ষক পরিষদ, বিভিন্ন হল ও সংগঠনসমূহ এর পক্ষ হতে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এর আগে রাত ১২টা ১ মিনিটে  বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে কালো ব্যাজ ধারণ, নিষ্প্রদীপ মহড়া ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কে আই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি