ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

নোয়াখালীতে ইয়াবা ও আইসসহ নারী আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১২, ৩০ আগস্ট ২০২২

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ৭ হাজার পিস ইয়াবা ও ৮ গ্রাম আইসসহ মাদক কারবারী দলের এক নারী সদস্যকে আটক করা হয়েছে। গতরাতে ফেনীর পুরাতন পুলিশ কোয়াটারের অহিদ ম্যানশনে এ অভিযান পরিচালনা করা হয়।

নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, নোয়াখালীর সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারি ইউনুছ ফকির ও তার সহযোগীরা দীর্ঘদিন থেকে কক্সবাজার উখিয়া থেকে মাদক এনে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর বিভিন্ন জেলায় বিক্রি করে আসছে। গত কয়েকদিন তাদেরকে নজরদারিতে রাখে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে ফেনীর পুরাতন পুলিশ কোয়াটারের অহিদ ম্যানশনে অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি ইউনুছ ফকিরের অন্যতম সহযোগী তার স্ত্রী আসমা বেগমকে ৭ হাজার পিস ইয়াবা, ৮ গ্রাম আইস ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন সেটসহ হাতেনাতে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউনুছ ফকির ও তার স্ত্রী নাজমা বেগমের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসমা বেগমকে মঙ্গলবার দুপুরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি