ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪

নোয়াখালী জেলা পুলিশের দু’হাজার মাস্ক বিতরণ 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৭, ২১ মার্চ ২০২১

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নোয়াখালী জেলা শহর মাইজদীতে দুই হাজার মাস্ক বিতরণ করেছে পুলিশ। ‘মাস্ক পরার অভ্যাস করি, করোনা মুক্ত দেশ গড়ি’ স্লোগানকে সামনে নিয়ে সকাল ১১টা থেকে মাইজদী পৌর বাজার, পুরাতন বাস স্ট্যান্ডসহ শহরের বিশেষ বিশেষ স্থানে এসব মাস্ক বিতরণ করা হয়। 

এ সময় পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীষাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

পুলিশ সুপার জানান, সাধারণ মানুষকে কোনও প্রকার চাপ বা জোর না করে সচেতন করার উদ্দেশ্যেই মূলত পুলিশ এ অভিযান শুরু করেছে। পুরো জেলার প্রত্যেকটি থানা এলাকায় এবং ইউনিয়ন পর্যায়েও পুলিশ এ সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রাখবে। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি