ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

নোয়াখালীতে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০১৯

জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন বলেছেন, ‘গর্ভবতী মহিলাদেরকে সরকারি ভাতার পাশাপাশি ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ’র ব্যবস্থা করলে গ্রামীন জনপদের নারীরা আরও স্বাবলম্বী হয়ে উঠবে। এসএমই লোনের প্রবাহ বাড়ালে দেশের আর্থ সামাজিক উন্নয়ন আরও বেগবান হবে।’ 

শুক্রবার নোয়াখালীতে জনতা ব্যাংকের বিভাগীয় (নোয়াখালী, ফেনী, চাঁদপুর) সম্মেলনে শাখা ব্যবস্থাপকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

জেলার সদর উপজেলা মিলনায়তনে বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে নোয়াখালী, ফেনী, চাঁদপুরের ৫৫জন শাখা ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধানরা উপস্থিত ছিলেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান নির্বাহী এবং সংসদ সদস্য মো. আব্দুছ ছালাম আজাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জিকরুল হক, প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা একেএম শরীয়ত উল্যা ও কোম্পানি সেক্রেটারী ও মহাব্যবস্থাপক হোসেইন ইয়াহইয়া চৌধুরী।

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি