ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নড়াইলে সবার সঙ্গে মাশরাফির ঈদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ২ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৫৬, ৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

শত ব্যস্ততার মধ্যেও নিজের বাড়িতেই ঈদ করা চাই নড়াইল এক্সেপ্রেসের। তাইতো শিকড়ের টানে মাশরাফি প্রায়ই ছুটে আসেন নিজের শহরে। আজ শনিবার সকালে পরিবারের সবাইকে নিয়েই হাজির হয়েছিলেন নড়াইলের কেন্দ্রীয় ঈদগাহে।  

মাথায় টুপি, পরনে সাদা পায়জামা-পাঞ্জাবি, চামড়ার স্যান্ডেল পরে ঈদগাহে হাজির হন বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক। সঙ্গে ছিলেন মামা নাহিদুল ইসলাম, ছোট ভাই সিজার ও তাঁর বন্ধুরা। তবে এবার সঙ্গে ছিল না ছেলে সাহেল।

নামাজ শেষে সবাই প্রিয় তারকার সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ব্যস্ত হয়ে পড়েন। মাশরাফিও জনতার সেই ইচ্ছা মিটিয়েছেন ধৈর্যের সঙ্গে। ঈদের নামাজে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করেছেন মাশরাফি। তিনি দিনের বাকি সময়টুকু কাটাবেন প্রিয়জনদের সঙ্গে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি