ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নড়াইলের জন্য আজ হাঁটবেন মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ৪ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৪১, ৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দক্ষিণাঞ্চলের জেলা নড়াইলের নানা উন্নয়নের জন্য পদযাত্রা করবেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সোমবার বিকেল ৪টায় ‘রান ফর নড়াইল’ শিরোনামের এই পদযাত্রায় অংশ নেবেন তিনি। রূপগঞ্জ বাঁধাঘাট চত্বর থেকে নড়াইল চৌরাস্তা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।


নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইলে উন্নত নাগরিক সুবিধা, বিশেষায়িত শিক্ষাব্যবস্থা, বিভিন্ন স্কুলে নৈতিকতা ও মানবিক শিক্ষার প্রচলন, বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করা, সাংস্কৃতিক কর্মকাণ্ড গতিশীল করা, খেলাধুলার উন্নয়নে প্রশিক্ষণ, চিত্রা নদীকে ঘিরে পর্যটন এলাকা, প্রযুক্তিবান্ধব ও বিনোদনবান্ধব শহর গড়ে তোলার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে এই পদযাত্রার।


রোববার শহরের আদালতপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মাশরাফি বিন মুর্তজা।


সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, আপনারা সঙ্গে থাকলে জেলার বিভিন্ন উন্নয়নের চেষ্টা করব। ক্রিকেট, টেবিল টেনিস, ভলিবল খেলা এবং চিকিৎসার উন্নয়নসহ শহরে চলাচলরত রিকশা-ভ্যান, অটোরিকশাচালকদের বিনামূল্যে পানিপানের ব্যবস্থা ও পরিচ্ছন্ন শহর গড়তে সহযোগিতা করব।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি