ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পটিয়াকে আধুনিক শহরে রূপান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন সাংসদ সামশুল

প্রকাশিত : ১৮:০৬, ১০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৬, ১০ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বর্তমান সরকারের উন্নয়ন প্রচেষ্টার অংশ হিসেবে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে পটিয়াকে আধুনিক শহরে রূপান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। শনিবার সকালে পৌরসভা মিলনায়তনে পটিয়ার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে এলাকাবাসীর সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান মোজাফ্ধসঢ়;ফর আহমেদসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। পরে সংসদ সদস্য সামশুল হক চৌধুরী পটিয়ার মুজাফরাবাদ কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি