ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

পত্নীতলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২০:৩৩, ৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নওগাঁর পত্নীতলা উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে রাত ১২টা এক মিনিটে দলীয় কার্যালয়ে কেক কেটে ১ম পর্ব শুরু হয়।

পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আ’লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক রুবেল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল আহাদের সঞ্চলনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি ইছাহাক হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা আ.লীগের সম্পাদক ফাতেমা জিন্নাহ ঝর্ণা, যুবলীগের আহবায়ক আব্দুল মজিদ, নজিপুর পৌর আ.লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, সাধারণ সম্পাদক মিল্টন উদ্দীন, যুবলীগের অন্যতম নেতা জাহাঙ্গীর আব্বাসী শিপন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আরাফাত হোসেন পারভেজ প্রমুখ।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি