ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

পদত্যাগপত্র জমা দিলেন হাথুরুসিংহে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ক্রিকেট বিষয়ক বিখ্যাত সাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফর শেষে বর্তমানে ছুটিতে আছেন টাইগার কোচ। শ্রীলঙ্কান এ কোচের অধীনে ক্রিকেটে একের পর এক সাফল্য পেয়েছে বাংলাদেশ।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সফরে দলের বাজে পারফমেন্স ও তার দল নির্বাচনে একনায়কতন্ত্র; লম্বা সময় ছুটি নেওয়া ছাড়াও বিভিন্ন ইস্যুতে ব্যাপক সমালোচনা হচ্ছিলো এ কোচকে নিয়ে।

 

সূত্র : ক্রিকইনফো

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি