ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

পবিপ্রবি`র নতুন উপাচার্য প্রফেসর ড. স্বদেশ সামন্ত

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৯, ১৭ মে ২০২১

প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত

প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। তিনি বিশ্ববিদ্যালয়টির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক। 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে নিয়োগ প্রদান করেছেন। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর। 

এদিকে উপাচার্য হিসেবে যোগদান করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন অধ্যাপক সামন্ত।

নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পবিপ্রবির নতুন উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এ প্রতিবেদককে বলেন, পবিপ্রবিকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা চাই।
কেআই// 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি