ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

পরিবহন ধর্মঘট প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৯:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

পরিবহন ধর্মঘট প্রত্যাহার করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর জনগনকে কষ্ট না দিয়ে উচ্চ আদালতে এসে কথা বলতে তাদের পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনায় ওবায়দুল কাদের আরো বলেন, যাত্রীদের জিম্মি করে অযৌক্তিক ধর্মঘট পালন, আদালতের রায়কে অবমাননা করা। এদিকে, দুপুরে সচিবালয়ে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার রায় নিয়ে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, পরিবহন শ্রমিকদের ধর্মঘটকে দুঃখজনক। জনগনকে কষ্ট না দিয়ে আদালতে এসে বক্তব্য তুলে ধরারও আহ্বান জানান মন্ত্রী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি