ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

পশুর চামড়ার নির্ধারিত দাম পাচ্ছে না ব্যবসায়ীরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ২ আগস্ট ২০২০

করোনার প্রভাবে রাজধানীতে কোরবানির পশুর চামড়ার সরবরাহ কম। মৌসুমী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে দাম কমিয়ে দিয়েছে। এমনকি সরকার নির্ধারিত দরও পাচ্ছে না তারা।  

চামড়া রপ্তানিসহ বার্ষিক চাহিদার প্রায় অর্ধেকটাই আসে কোরবানির ঈদে। এবার করোনা ভাইরাসের কারণে কোরবানি কম দেয়া হচ্ছে। 

পাচার ও সিন্ডিকেট বন্ধে এবার কাঁচা  চমাড়া রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। প্রতি বর্গফুট চামড়া ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রির কথা রয়েছে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, এবারও সক্রিয় সিন্টিকেট। 

চামড়া ব্যবসায়িরা বলছেন গতবছরের থেকে এই বছর চামড়ার দাম অনেক কম তবে তারা আশা করছেন রপ্তানি বাড়লে তারা লাভবান হবেন।

খাসির চামড়ার চাহিদা তেমন একটা নেই, বলছেন ব্যবসায়ীরা।

এসইউএ/এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি