ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

‘পশ্চিমবঙ্গে ২ কোটি মানুষ নাগরিকত্ব হারাবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ১২ সেপ্টেম্বর ২০১৯

আসামের ন্যায় পশ্চিমবঙ্গেও নাগরিক পঞ্জি (এনআরসি) হবেই বলে ঘোষণা দিয়েছেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিল্লিতে বিজেপি সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসার আগে এ ঘোষণা দেন তিনি। 

এর আগে গতকাল বুধবার একই হুশিয়ারি উচ্চারণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

দিলীপ ঘোষ বলেন, ‘আসামে যেভাবে অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও এনআরসি হবে। তাতে প্রায় দু’কোটি মানুষ বাদ যাবে। বিদেশি নাগরিকেরা এসে রাজ্য তথা দেশের সম্পদ নষ্ট করছে। তা রুখতেই এনআরসি প্রয়োজন বলে মন্তব্য করেন বিজেপির এই নেতা।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এনআরসি রুখতে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর সিদ্ধান্তকে কটাক্ষ করে বিজেপির এই নেতা বলেন, ‘তার এটা পুরোনো অভ্যাস। কিছু হলেই রাস্তায় নেমে পড়া। বাড়িতে থাকতে পারেন না, সেই অভ্যাস বজায় রাখতেই তিনি রাস্তায় নামছেন। ২০২১ সালের পরে তো রাস্তাতেই নামতে হবে। তবে যেই রাস্তায় নামুক, পশ্চিমবঙ্গে এনআরসি হবেই বলে জানান তিনি।’

গোষ্ঠিদ্বন্দ্ব ভুলে সকলকে এখন থেকেই ২০২১-এর বিধানসভা ভোটের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়তে বলেছেন দিলীপ ঘোষ। জনসংযোগ বাড়াতে আসন্ন দুর্গাপুজার মৌসুমকে পুরো দস্তুর কাজে লাগাতে চাইছে বিজেপি। খোদ সভাপতি অমিত শাহ বাংলায় গিয়ে বেশ কয়েকটি পূজার উদ্বোধন করতে পারেন। 

সূত্র: আনন্দবাজার পত্রিকা  
    
আই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি