ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

পাকিস্তানে জুমার নামাজে বোমা বিস্ফোরণ, ১০ মুসল্লি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২০, ১১ জানুয়ারি ২০২০

পাকিস্তানে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। এতে আরো বহু মুসল্লি আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির দক্ষিণা-পশ্চীমাঞ্চলীয় কোয়েতা প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

দেশটির একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১৬ আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা বাড়তে পারে।

বালুচিস্থান রাজ্যের পুলিশ প্রধান মহসিন হাসান ভাট এএফপিকে বলেন, কোয়েতার স্যাটেলাইট সিটির মধ্যে একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে।

আহতদের ভর্তি করা সাদ্দাম হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ ওয়াসিম বলেন, ১০ জনের মৃত্যু হয়েছে। ১৬ জন আহতকে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এটি রিমোট নিয়ন্ত্রিত নাকি সুইসাইড হামলা তা এখনো নিশ্চিত হতে পারেনি।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি