ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

পাট কল শ্রমিকদের জন্য ৫৮ কোটি বরাদ্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৪, ৫ জুলাই ২০২০

বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) অধীন পাটকলগুলোর শ্রমিকদের চলতি বছরের জুন মাসের চার সপ্তাহের বকেয়া মজুরী পরিশোধে সরকার ৫৮ কোটি টাকা বরাদ্দ করেছে।

রোববার (৫ জুলাই) অর্থ মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দ করে বলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজেএমসির অধীন আলীম জুট মিলের ক্ষেত্রে কার্যকরি হবে না বলে উল্লেখ করে এতে জানানো হয়, বরাদ্দকৃত এই টাকা শ্রমিকদের নিজ নিজ হিসাবে চেকের মাধ্যমে দেয়া হবে।

এতে জানানো হয়, অর্থ মন্ত্রণালয় পরিচালন ঋণ বা অপারেশন লোন হিসেবে এই টাকা বরাদ্দ করে। বরাদ্দকৃত অর্থ ২০১৯-’২০ অর্থ বছরে বিজেএমসির মিলগুলোর জন্য বর্ণিত খাত ছাড়া অন্য কোন খাতে ব্যয় করা যাবে না। বিজেএমসির শ্রমিকদের প্রত্যেকে সুনির্দিষ্ট ব্যাংকে একাউন্ট পেয়ি চেকের মাধ্যমে টাকা পরিশোধ করা হবে বলেও জানানো হয়।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি