ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

পাবনায় গুলি করে ছাত্রলীগ নেতাকে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:৩০, ৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পাবনায় দুর্বৃত্তের গুলিতে সাগর (২৬) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের টেকনিক্যাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাগর শহরের কাচারিপাড়া মহল্লার আব্দুল হামিদের ছেলে। সে ওয়ার্ড ছাত্রলীগের নেতা ছিলেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, শহরের ঘোষপুর মহল্লা এবং কাচারিপাড়া মহল্লার স্থানীয় ছাত্রলীগের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে এদিন রাত সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষের কয়েকজন সাগরকে টেকনিক্যাল মোড় এলাকায় একা পেয়ে গুলি করে হত্যা করে।

ওসি আরও জানান, অভ্যন্তরীণ কোন্দলে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। অপরাধীদের গ্রেফতারে চেষ্টা চালছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত সাগরের পায়ে তিনটি গুলি করা হয়েছে। তার হাতে এবং মুখে গুরুতর আঘাত করা হয়েছে।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি