ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

পালাক্রমে পেনাল্টি নেবেন নেইমার-কাভানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ২৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কিছুদিন আগের কথা। লিগ ওয়ানে লিওঁর বিপক্ষে ম্যাচে পেনাল্টি শট নেওয়াকে  কেন্দ্র করে লেগে যান এডিনসন কাভানি ও ব্রাজিল তারকা নেইমার। শেষ পর্যন্ত কাভানি পেনাল্টি শটটি নিলেও গোল হয়নি। পিএসজি সে ম্যাচে ২-০ গোলে জিতলেও পেনাল্টি করা নিয়ে জল গোলা হয় অনেক। তবে এ সমস্যার একটা সমাধান বের করেছেন পিএসজি কোচ উনাই এমেরি। কাভানি ও নেইমার পালাক্রমে স্পট কিক নেবেন বলে ধারণা দিয়েছেন পিএসজি কোচ।


এই ঘটনার পর থেকে এমেরি বলে এসেছিলেন, সমস্যাটি নিয়ে দুই  খেলোয়াড়ের সঙ্গেই কথা বলেছেন তিনি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি আবারো সে কথা বলেন।


পিএসজি কোচ বলেন, ‘অনেক খেলোয়াড়ের স্পট কিক নেওয়ার যোগ্যতা আছে। অনেকেই এটা চায়। কাভানি ও নেইমার প্রস্তুত। (ভবিষ্যতে) অনেক পেনাল্টি পাবে দল এবং তারা দুজনেই তা নিবে। আমি দুজনের সঙ্গে কথা বলেছি। বিষয়গুলো কিভাবে হওয়া উচিত, আমি তাদের বলেছি।


পায়ের ইনজুরির কারণে গত শনিবার লিগে মঁপেলিয়ের সঙ্গে খেলতে পারেননি নেইমার। নেইমারবিহীন পিএসজি জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। খর্বশক্তির মঁপেলিয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে পিএসজি। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আজ মাঠে নামবেন নেইমার। এমনটাই জানিয়েছে পিএসজি কোচ।


বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি। আর এই ম্যাচে ফরাসি ক্লাবটি কোনো পেনাল্টি পেলে স্বাভাবিকভাবেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে একটাই বিষয়। কে নিচ্ছেন পেনাল্টি শট !


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি