ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

পালিত হচ্ছে জাতীয় ভ্যাট সপ্তাহ-২০১৬

প্রকাশিত : ১৩:৩৯, ৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৩৯, ৯ ডিসেম্বর ২০১৬

‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ স্লোগানে পালিত হচ্ছে জাতীয় ভ্যাট সপ্তাহ-২০১৬। জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে সকালে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমান র‌্যালি ও জাতীয় ভ্যাট সপ্তাহের উদ্বোধন  করেন। এ সময় তিনি নিয়মিত ভ্যাট আদায়ে সকলে প্রতি আহ্বান জানান। ভ্যাট দেওয়ায় গণসচেতনতা বাড়াতে র‌্যালিতে বিভিন্ন চলচ্চিত্র শিল্পীরা অংশ নেয়। এছাড়া গণসচেতনতা বৃদ্ধিতে পোস্টার, উৎসাহব্যঞ্জক স্লোগান সম্বলিত স্টিকার, বিলবোর্ড, বেলুন, বর্ণিল ফেস্টুন ও ব্যানার রাখা হয়।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি